রেলওয়ে নিয়োগ পরীক্ষায় 'জেনারেল অ্যাওয়ারনেস' একটি গুরুপত্বপূর্ণ বিষয়, এই অংশটিতে ভালো নম্বর অর্জন করা মানেই প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে যাওয়া। রেলওয়ে: "জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল সায়েন্স" বইটির মূল লক্ষ্য হলো বিগত বছরের রেলওয়ে নিয়োগ পরীক্ষার (1992-2024) প্রশ্ন ও উত্তর সংকলন করে তোমাদের একটি পূর্ণাঙ্গ ধারণা প্রদান করা। বইটিতে YearWise & Topicwise প্রতিটি বিষয় যেমন: ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি, কম্পিউটার, সংবিধান, অর্থনীতি এবং স্ট্যাটিক জিকের সমস্ত প্রশ্নগুলি এমন ভাবে সাজানো হলো, যাতে কোন পরীক্ষায় -কোন শিফটে ,কোন বিষয় থেকে কতগুলি করে প্রশ্ন এসেছে তার সম্পূর্ণ ধারণা পাওয়া যাবে।
✍ রেলওয়ে Technical & Non-Technical যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য 14,000+ One-liner GK এই বইটি খুবই কার্যকর হবে আশা করা যায়, পরীক্ষার সময়ে রিভিশনের জন্য ভীষণ ভীষণ উপযোগী একটি বই হবে তোমার কাছে ।
বইটিতে যে সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে
RRB NTPC CBT (I & II) 2016-2022,
Railway RPF SI (2018-2024)
RRC Group D (2018-2022)
RRB ALP: Assistant Loco Pilot
Railway RPF Constable - (2018-2024)
বাছাই করা বিজ্ঞানের 1100+ প্রশ্নোত্তর
Railway Exam (1992-2014)
RRB JE: Junior Engineer
✍ এই বইটি তোমাকে স্মার্ট প্রিপারেশন নেবার সাহায্য করবে কারণ Oneliner প্রশ্নগুলি দ্রুত মুখস্থ করা যায় অর্থাৎ সময় কম লাগবে ফলে বারবার রিভিশন দেওয়া সহজ হবে।
✍ জটিল তথ্য সহজে মনে রাখা ও মূল তথ্য সংক্ষেপে আয়ত্ত করা যাবে।
✍ আমি আশা করছি নতুন এই বইটি তোমাদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে এবং তোমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করবে।
Railway Non-Technical Exam
RRB NTPC CBT-I & II (No. of Questions 4,500+)
RPF Constable (No. of Questions 2,100+)
RPF SI (No. of Questions 1,400+)
বাছাই করা জেনেরাল সায়েন্স প্রশ্নোত্তর (No. of Questions 1,100+)
RRC Group D Exam (No. of Questions 1,600+)
Railway Exam (1992-2014) (No. of Questions 1,500+)